Naogaon Youth Club - তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি

নওগাঁ ইয়ুথ ক্লাব ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মাদক, পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং আর্তমানবতার সেবায় কাজ করা একটি নিরলস সংগঠন। বিস্তারিত জানুন

এক টুকরো প্রেমের কবিতা || সৈয়ব আহমেদ সিয়াম


খুব আশা ছিলো বড় মেয়েটাকে নিয়ে, 

নির্মোহে ভালোবাসা বোনে বাবা স্বপ্ন দিয়ে, 

দেয় হৃদয় উজাড় করে সর্বোচ্চটুকু, 

বুকের ক্ষত, চোখের অশ্রু কিচ্ছুটি বুঝবে না খুকু। 

কোন এক ছেলে ওকে প্রেমের কবিতা লিখে, 

শিখিয়ে দিয়েছে এঁকে জীবন মানে উপভোগ! 

ভোর আসবে না আজ সূর্য তাই লজ্জ্বায় মেঘের আড়ালে দিচ্ছে ডুব। 

খুব করে করে কাঁদছে বাবা, মেঘে বৃষ্টি নয় ওগুলো বাবার চোখের অশ্রুর প্রতিরূপ। 

রূপালী মায়ার বাঁধন ছিঁড়ে খুকু আজ ভেঙেছে দূঃখের পাহাড়, 

যার জন্য জীবনের এত আয়োজন সেই মেয়েটা আজ পালিয়েছে তার। 

হার না মানা সম্মানী সেই বাবা পরাজিত আজ নিজ মেয়ের কাছেই, 

কাঁদছে বাবা, সমাজে লুকিয়ে মুখ, কী হলো হায় নিমিষেই। 

বুঝবে না মেয়েটা বাবারা প্রেমের কবিতা লিখে না, 

নাদান সন্তানের জন্য তাদের পুরোটা কাব্যগ্রন্থই ভালোবাসা দিয়ে বোনা। 

বোন তোকে বাবার ভালোবাসার গল্পটা বলছি.... 

শোন তুই পালিয়ে যাবার পর বাবাকে আমার প্রথমবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেছি। 

.

এক টুকরো প্রেমের কবিতা

লিখেছেন: সৈয়ব আহমেদ সিয়াম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Post a Comment

নবীনতর পূর্বতন