• সংগঠনের নাম: নওগাঁ ইয়ুথ ক্লাব
• স্লোগান: তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি
• লক্ষ্য: হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবী গড়ার প্রত্যয়কে জাগ্রত করা।
• উদ্দেশ্য: মাদক, হতাশা, পর্নোগ্রাফি ও আত্মহত্যা মুক্ত আদর্শ ও সুন্দর নওগাঁ গঠনে কাজ করা।
• সংগঠনের ধরন: একটি অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সামাজিক সংগঠন।
• প্রতিষ্ঠাকাল: ১৮ নভেম্বর, ২০২৩
• মৌলিক কার্যক্রম:
১. শিক্ষা ও সাহিত্য
২. সমাজসেবা
৩. সামাজিক অবক্ষয় রোধ
৪. উচ্চ শিক্ষা ও গবেষণা
নওগাঁ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আর্তমানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর একটি যুব সংগঠন। কাজ করবে মাদক, পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং তারুণ্যের ইতিবাচক বিকাশে। হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবীর গড়ার প্রত্যয়ে সৃষ্টির সেবার যাত্রায় অংশ নিতে পারেন আপনিও।
• কার্যক্রম সমূহের বিস্তারিত:
১. শিক্ষা ও সাহিত্য:
(i) পাঠাগার, পাঠচক্র ও সাহিত্য আসর
(ii) জব প্রিপারেশন ও অলিম্পিয়াড
(iii) জাতীয় পত্রিকায় কলাম লেখা
(iv) কুরআন শিক্ষা আসর
২. সমাজসেবা:
(i) বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
(ii) থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতা
(iii) পথশিশু ও সুবিধাবঞ্চিতদের সেবা
(iv) দূর্যোগে ত্রাণ ও স্বেচ্ছাসেবী সরবরাহ
৩. সামাজিক অবক্ষয় রোধ:
(i) নিকোটিন ও মাদকবিরোধী আন্দোলন
(ii) অত্মহত্যা ও হতাশা দূরীকরণ ক্যাম্পেইন
(iii) পর্নোগ্রাফি আসক্তি রোধ
(iv) পরিশুদ্ধ তারুণ্য গঠন
৪. উচ্চ শিক্ষা ও গবেষণা:
(i) জরিপ ও গবেষণা পরিচালনা
(ii) উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার
(iii) ভার্চুয়াল লাইব্রেরি
(iv) অনুবাদ ও প্রকাশনা
ওয়েবসাইট: www.naogaonyouth.com
মোবাইল: +88016-1979-4565
ফেসবুক পেজ: Naogaon Youth Club - NYC
ফেসবুক গ্রুপ: www.facebook.com/groups/NaogaonYouth
টুইটার: https://x.com/NaogaonYouth
ইনস্ট্রাগ্রাম: https://instagram.com/NaogaonYouth
ইউটিউব: https://www.youtube.com/@NaogaonYouth
এগিয়ে যাও
উত্তরমুছুনসংগঠনটি কি শুধু নওগাঁ সদর নিয়ে কাজ করবে? নাকি বাকি উপজেলা গুলোতেও কাজ করবে!! কিংবা বাকি উপজেলার যে কেউ চাইলে এখানে যুক্ত হতে পারবে কি না!! কিংবা শর্ত রয়েছে কি না?
উত্তরমুছুনঅফিস নওগাঁ শহরের উকিলপাড়ায়। তবে, পুরো জেলা নিয়েই কাজ করবে। গতকাল উদ্বোধনের দিন নওগাঁ জেলা প্রেস ক্লাবে ফরম পূরণের মাধ্যমে অনেকে সদস্য হয়েছেন। সদস্য মূলত অফলাইন ইভেন্টগুলোতে বুথ দিয়ে সংগ্রহ করা হবে। কার্যক্রম একটু গুছিয়ে নিয়ে অনলাইনেও ফরম ওপেন করা হবে, ইনশাআল্লাহ।
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন