ইসরাইলি পণ্যের বিকল্প দেশি পণ্যের তালিকা
7
Tags
ক্যাম্পেইন
নওগাঁ ইয়ুথ ক্লাব ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মাদক, পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং আর্তমানবতার সেবায় কাজ করা একটি নিরলস সংগঠন। বিস্তারিত জানুন
Ok
ردحذفআচ্ছা কসমেটিক কোনগুলো ইসরাইলি পন্য
حذفজানিনা
حذفসহমত
ردحذفইজরায়েল এর নাম নিচিহ্ন করে দিতে হবে
ردحذفজিহাদ – এখন সময়ের দাবি
ردحذفচুপ থাকাটা এখন আর নিরাপদ নয়,
চুপ থাকাটা অন্যায়ের সঙ্গে একপ্রকার সমর্থনের শামিল।
আজ ফিলিস্তিনের মাটি কাঁদছে—
হাজারো মা হারাচ্ছে তাদের সন্তান,
শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে,
আর বিশ্বজুড়ে চলছে নীরবতা।
জিহাদ মানে শুধু তরবারি নয়।
জিহাদ মানে—
অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান নেওয়া—
হোক তা কলম দিয়ে,
কণ্ঠস্বর দিয়ে,
সম্পদ দিয়ে,
অথবা প্রয়োজনে জীবন দিয়ে।
জিহাদ ফি সাবিলিল্লাহ কোনো একক সংগঠনের আহ্বান নয়—
এটা প্রতিটি মুসলমানের হৃদয়ের ডাক,
যখন উম্মাহ বিপদের মুখোমুখি হয়।
আজ আমাদের দরকার:
সচেতন হওয়া
অন্যদের জাগানো
দোআ করা
সাহায্য পাঠানো
আর হৃদয়ের গভীর থেকে এই জুলুমের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া
আসুন,
যার যা সামর্থ্য আছে,
তা নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য
আমাদের ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়াই।
আল্লাহ অবশ্যই তাঁর পথের সৈনিকদের সাহায্য করেন।
done
ردحذفإرسال تعليق