সেবামূলক কাজ তরুণদের ইতিবাচক বিকাশ ঘটায়। তারুণ্যের ইতিবাচক বিকাশে সৃষ্টির সেবায় কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাব।
শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১ টায় নওগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নওগাঁ ইয়ুথ ক্লাবের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শামীম আহমেদ নূরীকে সভাপতি ও মো. তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন: সহ সভপতি সাঈদ জোবায়েদ অনিক, সাংগঠনিক সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, কোষাধ্যক্ষ জোবায়ের হোসেন রিফাত, প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আলামিন রহমান।
সাথে অডিট কমিটির আহবায়ক হিসেবে নাকিব আল হাসান, যুগ্ম আহবায়ক রাহাদ হাসান আকাশ এবং মীর রাগীব মাসুমকে সদস্য সচিব নিযুক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ নূরী বলেন, "নওগাঁ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আর্তমানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর একটি যুব সংগঠন। কাজ করবে মাদক, পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং তারুণ্যের ইতিবাচক বিকাশে। হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবীর গড়ার প্রত্যয়ে সৃষ্টির সেবার এই যাত্রায় অংশ নিতে পারেন আপনিও।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, "নওগাঁ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের আসক্তি থেকে বিরত রেখে শিক্ষা ও সেবামূলক কাজে যুক্ত করে যাবে, ইনশাআল্লাহ। বিশেষত নওগাঁর শিক্ষার্থীদের মাদক থেকে বিরত রেখে বইমুখী করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। মাদক সহ সকল আসক্তিমুক্ত শহর গঠনই আমাদের মৌলিক ইশতেহার"
নওগাঁ ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. আব্দুস সবুর বলেন, "নওগাঁ ইয়ুথ ক্লাব তরুণদের সমাজ উন্নয়ন ও নেতৃত্বদানের জন্য উদ্দীপ্ত করে। এই সংগঠন তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতা ও সমাজ সেবায় উদ্বুদ্ধ করতে বিশাল ভূমিকা পালন করছে। ক্লাবের কার্যক্রমে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি সহায়তা নেয়ার ব্যবস্থা করা উচিত। আমি এই সংগঠনের অংশ হতে পেরে গর্বিত এবং এর উন্নয়নে অবদান রাখার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।"
একটি মন্তব্য পোস্ট করুন