: "সম*কামিতা যে ন্যাচারাল তার প্রমাণ প্রাণীরা। প্রাণিজগতে প্রায় ১৫০০ প্রজাতির মধ্যে সমকামিতা বিদ্যমান। তাহলে কোন যুক্তিতে আপনি সেকশন ৩৭৭ বহাল রাখতে বলেন? একটা সেক্যুলার কান্ট্রিতে কেন নিষিদ্ধ থাকবে এলজি*বি*টি অ্যাক্টিভিটিজ?"
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক স্যার তার ফিলোসফিক্যাল অ্যান্সার দিচ্ছিলেন। আমি একটু আটকিয়ে বললাম, "স্যার, আমার কাছেও ভাইয়ের কোয়েশ্চনটার একটা অ্যান্সার ছিলো।" বললাম,
- "রে*ইপও তো ন্যাচারাল। প্রাণিজগতে ধ*র্ষণ স্বাভাবিক। তাহলে কোন যুক্তিতে আপনি মানবসমাজে ধ*র্ষণের বিরুদ্ধে কথা বলেন?"
জানি, এরপরে কনসেন্টের সাথে হার্ম প্রিন্সিপ্যাল আলোচনায় আসতো। কিন্তু, টাইম ওভার হওয়ায় আলোচনা আর খুব বেশি হলো না। John Stuart Mil "Harm Principle" দিয়েছিলন। তার মতে যতক্ষণ পর্যন্ত কোনো এনজয়মেন্টে আরেকজনকে harm না করা হচ্ছে ততক্ষণ কাজটা বৈধ। কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি দিয়ে যাননি, "What is harm?" মানুষ নিজেকে পশুর সম*কামিতা দেখিয়ে নিজেরটা জাস্টিফাই করে নিচ্ছে। আমার মাথায় তখন সূরা আরাফের ১৭৯ নাম্বার আয়াতটা ঘুরতেছিলো, "আরেকটি অকাট্য সত্য, বহু জিন ও মানুষ এমন আছে যাদের আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে; কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে; কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে; কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো বরং তাদের চেয়েও নিকৃষ্ট। তারা তো হারিয়ে গেছে চরম উদাসিনতার মাঝে।" (সূরা আরাফ, আয়াত ১৭৯)
• - চবিয়ান পাঠচক্র, ২৩ নভেম্বর ২০২৩
• - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বর
লিখেছেন:
সৈয়ব আহমেদ সিয়াম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
একটি মন্তব্য পোস্ট করুন